অবশিষ্ট এই সন্ধ্যা... অধিরূঢ়... শ্রীস্নিগ্ধ সঙ্গীত
আর এই ঝাপসা-নৈঃশব্দ থেকে তুলে আনা দৃশ্যে
দূরে কোনও দগ্ধমিশ্র... ঝিঁঝিঁরূপ স্বরলিপি ধরে
আমার জীবনী ভেসে যায় বাঁশবাগানের দিকে
আর এই ঝাপসা-নৈঃশব্দ থেকে তুলে আনা দৃশ্যে
দূরে কোনও দগ্ধমিশ্র... ঝিঁঝিঁরূপ স্বরলিপি ধরে
আমার জীবনী ভেসে যায় বাঁশবাগানের দিকে
No comments:
Post a Comment