Friday, August 28, 2009

টানাপড়েন

বিভা-কে
এই যে পাহাড় ছুঁয়ে বসি-
        এটা এত উঁচূ উঁচূ?
        তবু এরা নিকটস্থ...
            ভাই ভাই!
আমি এই পাহাড়ের সঙ্গে একদিন
        সম্পর্কে জড়াই...

এরই মধ্যে উড়ে উড়ে বয়েসি মরাল
স্বগত বলেছে: ছিল নিরানব্বই সাল

দূর থেকে মনে হওয়া কালো কালো গ্রাম
ওই ঢিবি-সভ্যতার ঢিলিমিলি;
    সে রাতে অজ্ঞাত ভেবে
        আমাকে ফিরিয়ে দিলি?

No comments:

Post a Comment