Monday, August 31, 2009

চঞ্চলের রেলগাড়ি, কবিবন্ধুকে বলি

আমাদের রেলগাড়ি, স্টেশনবিমুখ
আমাদের শুভযাত্রা ‘এক দুই... জিরো’
আমাদের নদীকেন্দ্রে ভীষণ অসুখ
আমাদের হীনদিন, কী মলিন চির...

আমাদের পদ্মভাষা ধুলোবালি... ধুলো
আমাদের পিপাসা তো নিহত কবেই,
আমাদের গৃহবাস শিখিয়েছে তুলো
আমাদের নিশিলিপি দীর্ঘ হবেই...

আমাদের মধ্যমাঠ কী ভীষণ ফাঁকা
আমাদের জ্যামিতিতে এত বেশি কোণ!
আমাদের ঘরবাড়ি মেঘে মেঘে আঁকা
আমাদের দেয়ালটা পরে অ্যাপ্রোন...

আমাদের কাঁশবনে এত ভ্রম, নারী?
আমাদের পোড়া প্রেম, যেখানে যা পাই;
আমাদের ছোটপ্রাণে অরের সারি
প্রতিদিন মিডিয়াতে নামটা ছাপায়

তাতেই তুমোল ধারা, ভারা ভারা রাশি
সশরীরে শিরোনাম এত ভালোবাসি?

No comments:

Post a Comment