Friday, August 28, 2009

পুনশ্চ

শুয়ে আছে, শুয়ে তো আছেই উড়ন্তধুলো
এবঙ উড়ছে উত্তরাধুনিক স্থাপত্যগুলো...

বহুদূর ভ্রমণে সাক্ষাৎ ধুলোর সঙ্গে, তবে
শব্দের পরে শব্দ সাজিয়ে স্থাপত্য হবে

হবে মানে? হয়ই তো, হয়েছেও প্রচুর
বহুদিন পরে আজি পেয়েছি দুপুর
তারই কিছু রৌদ্রকণা পরিচিত লাগে
যেন মৃত পথ আজও জাতিস্মরে জাগে...

একি সম্ভব? এই অসমভাবের দেশে
আবারও উন্মাদ হবো, ভালো-মন্দবেসে?

No comments:

Post a Comment