Friday, August 28, 2009

দেবী চতুর্দশপদী

আজ ভোরে একদল জলপাখি যেভাবে এসেছে
সারামাঠে ছড়িয়েছে নির্বাচিত প্রেমের কবিতা!
এত এত লেখালেখি, সে লেখারা নিজেই ফেঁসেছে-
কার কাছে? যিনি কিছুই দেন না... শুধু গ্রহীতা!

গ্রহণের সাধ হলে, তিনি কিছু পাথর পাঠান;
আমিও ছোট্টলেখক, যেই নাম লিখতে যাব-
অমনি পাথর পাখি হয়ে যায় উড়ে... উড়োযান!
তখন কি আর বুঝতে পেরেছি নামটাই হারাব?

একজন পাঠিকা লিখেছে, ‘তুমি কিসের ঠাকুর?’
না, কোনও জবাব নেই! নামহীন পরে গোত্রহীন
সময় পেরিয়ে যায় এক প্রান্তাকর্ষে, বহুদূর...
আমাকে হঠাৎ দেখি মাঠের মধ্যে! মাঠটি প্রাচীন

সেই মাঠে ফুটিতেছে নির্বাচিত প্রেমের কবিতা
যিনি, তাকে আর কখনো কি বলা যাবে ডাহা গ্রহীতা?

No comments:

Post a Comment