মাঠে মাঠে এত গান, রাগমিশ্র হাওয়া,
এত হাহাকার?
যদি কিছু শুনতে পাই
কিছু তো পাইনে তার!
সলজ্জ স্বীকার করছি, শ্রবণের দোষে
আমি কিছু সুরশ্রীকাতর;
আর তুমি সান্ধ্যগ্রাম, ত্রস্তমেঘ, মৌনভঙ্গে যথা মাধুকরী
অবলীলায়, স্নাতক হয়েছে সঙ্গীতে...
সেহেতু আলাপ হলো
অবশ্যই অভিলাষ হলো-
গৃহে গৃহে
অতিরঞ্জনের নামে
এ-কথা সে-কথা, শেষে
কাহিনী ছড়াল!
শুধু
স্রোত এত বেশি বলে
পারে পারে
সাঁকোই হলো না!
ও মেট্রোপলিটন মন ও ব্যষ্টি বিভাজন...
এত হাহাকার?
যদি কিছু শুনতে পাই
কিছু তো পাইনে তার!
সলজ্জ স্বীকার করছি, শ্রবণের দোষে
আমি কিছু সুরশ্রীকাতর;
আর তুমি সান্ধ্যগ্রাম, ত্রস্তমেঘ, মৌনভঙ্গে যথা মাধুকরী
অবলীলায়, স্নাতক হয়েছে সঙ্গীতে...
সেহেতু আলাপ হলো
অবশ্যই অভিলাষ হলো-
গৃহে গৃহে
অতিরঞ্জনের নামে
এ-কথা সে-কথা, শেষে
কাহিনী ছড়াল!
শুধু
স্রোত এত বেশি বলে
পারে পারে
সাঁকোই হলো না!
ও মেট্রোপলিটন মন ও ব্যষ্টি বিভাজন...
No comments:
Post a Comment