Saturday, August 29, 2009

একটি মিথ্যে কবিতা

লালন ফকির আসলে মিথ্যে, ঘুরে বেড়ায় তীত্থে তীত্থে
মিথ্যে রাত্রি, মিথ্যে ডানা, মিথ্যে ওড়াউড়ি
মিথ্যে আমার সরলতা, মিথ্যে লুকোচুরি

মিথ্যে আমার নিরবতা, মিথ্যে কথা বলা
মিথ্যে গল্প, মিথ্যে মধুর, মিথ্যে শকুন্তলা

মিথ্যে আমার নিঃসঙ্গতা, মিথ্যে লেখালেখি
মিথ্যে আঁকা মিথ্যে শস্য, সমস্ত মাঠ দেখি

মিথ্যে স্বপ্ন, মিথ্যে মগ্ন, মিথ্যে মাদকতা
মিথ্যে কিন্তু একধরনের মিথ্যে সফলতা

গুরু মিথ্যে, লঘু মিথ্যে, মিথ্যে সাধারণ
মিথ্যে ছিল, থেকেও যাবে, মিথ্যে আমার মন

আজ মিথ্যে, কাল মিথ্যে, পরশু মিথ্যে দিন
মিথ্যে মিথ্যে জড়িয়ে থাকে মিথ্যে কিছু ঋণ

মিথ্যে কাগজ, ছাপানো বই, মিথ্যে মিথ্যে দেখা
যা শিখেছি, যা লিখেছি, মিথ্যে যত লেখা...

No comments:

Post a Comment