Friday, August 28, 2009

স্মৃতিপৃষ্ঠা থেকে

কবি মারুফ রায়হান শ্রদ্ধাস্পদেষু
খুব বিকেলের ভাঙাবাড়ি
        খুব কবেকার কথা!

আলপথে শুয়ে ছিল সাপ
    তার
        নিদ্রিত ফণার নিচে
        শীতল পঙতির আড়ালে
ছিলাম মাঠের গ্রন্থ
মুদ্রণ অযোগ্য মনোলগ!
    ও ইতিহাস পাখি
একটু পরেই বিগ্রহ
    ভাঙাবাড়ি, চাপাকথা
        বরেণ্য বিকেল...

আজ গ্রহণের দিন
    আজ অন্যমনস্ক ধুলোর বিস্তার!
আজ আকাশ, খড়ের অস্তিত্ব, ধূসরতা, অভিমান-
        সব গ্রন্থিত হ’ল যদি
তাকে লিখিত লাবণ্য দাও
    ও লুব্ধ
        হত-বসবাস...

No comments:

Post a Comment