Sunday, September 6, 2009

ক্ষুদ্র ও কুটির শিল্প

এত নদী!- ছিল তার তীরে তীরে দুটি দুটি গ্রাম

এখন শহরে নাকি! শহরই আমাদের সীমানায়!!
ফলে, কিছু দ্বিধা ভেঙে
    আমরা যে গ্রামে এসেছি,
    শুনতে পাই-
এপাশে যে নদী ছিল,
        কিছুদিন আগেই
যেহেতু শুকিয়ে গেছে
        আমাদের খুব তেষ্টা পাই...

শুধু কিছু জলাংশের স্মৃতিচি‎হ্ন নিয়ে
    এক নদী
তার নামকরণের সন্ধানে বেরিয়েছি-
        কিভাবে চরের বালি
            চাষাবাদে
                চরিত্র বদল করে?

গবেষণা, তুমি নিজে বলো-
বিলুপ্ত ঢেউয়ের ফণা
        কোনও তীরে
            প্রামাণ্য কী থাকে?
বাস্তবতা নদী নয়, জীবনের বাঁকে

তাকে শিল্পটিল্প যাই বলো, ক্রমশ কি ধূসর নয়?

No comments:

Post a Comment