Friday, September 11, 2009

বাল্যবন্ধুর শখআহাদ

ধুলো নিয়ে কাব্য করি, কতপ্রকার ধুলো আছে দেশে?
কতপ্রকার দেশ আছে চেনাজানা কত নদীপাড়ে?
আমাদের বাল্যবন্ধু, তার খুব শখ হলো শেষে
একমুঠো ধুলোকেই বউ ভেবে যাবে সংসারে...

তারখুব স্বপ্ন হলো- ছেলে মেয়ে সব ধুলো হবে
একদিন ধুলো থেকে ধুলো কোনও সম্প্রদায় হবে!

ধুলোদের একটি ছেলে, একদিন ধুধু সম্প্রদায়ে
উধাও... মাঠের দিকে, নিশিবনে... কে না বাঁশি বাএ-
ধুধুদের মেয়েটি উধাও... এবার-উধাও সম্প্রদায়
তাহলে উধাও হতে, একমুঠো ধুলোমাত্র চাই?

আমাদের বাল্যবন্ধু, সেও খুব কবিতাপাঠক;
পড়েছে আমার আগের লেখা ধুলোর পঙক্তিমালা!
আমিও লিখছি তাকে, যেন আজ সত্যি হলেও হোক
ধুলোতার বউতার কবেকার পাড়াগাঁর ধুলো...

No comments:

Post a Comment