আমাদের ধারণাই ছিল না পথিমধ্যে এত ভাব পেয়ে যাব!
এত ভাব সঞ্চারিত হবে আমাদের গুপ্ত ঠিকানায়!
তা অবশ্য ভাবতেই ভালো লাগছে...
আমরা যখন দেরিদা পড়ছি, গঁদার দেখছি
শুনছি একটা পুরনো নদীর বনেদি আলাপ
সাংস্কৃতিক মনস্তাপ, ও
রুটস্-এ ফেরার তর্কদূষণ করতে করতে
ছুটে যাচ্ছি
যেদিক যখন
পথের মধ্যে বাঙলামটর: সাহিত্যকেন্দ্রের গলি...
ভাব এসেছে ভাব এসেছে
ভাবের কথা বলি-
আমরা ভীষণ অভাব নিয়ে, থেকে যাচ্ছি বেঁকে যাচ্ছি
খুব অভাবের পাশে,
‘সমস্ত দিনের শেষে’ জী হ্যাঁ, শাহবাগ ঘুরেফিরে আসে!
আরও আসে রাশি রাশি ভাব!
ভাব আসে আমাদের গুপ্ত ঠিকানায়...
যা অবশ্য ভাবতেই ভালো লাগে
গুপ্তগৃহে লুপ্তপ্রায়
বংশকারিগর-
আমাদেরই পরিবেদনায়;
ভীষণ অভাবেও আমরা
সন্ধ্যাতারা... তুলোবীজ
কবিতা বানাই...
এত ভাব সঞ্চারিত হবে আমাদের গুপ্ত ঠিকানায়!
তা অবশ্য ভাবতেই ভালো লাগছে...
আমরা যখন দেরিদা পড়ছি, গঁদার দেখছি
শুনছি একটা পুরনো নদীর বনেদি আলাপ
সাংস্কৃতিক মনস্তাপ, ও
রুটস্-এ ফেরার তর্কদূষণ করতে করতে
ছুটে যাচ্ছি
যেদিক যখন
পথের মধ্যে বাঙলামটর: সাহিত্যকেন্দ্রের গলি...
ভাব এসেছে ভাব এসেছে
ভাবের কথা বলি-
আমরা ভীষণ অভাব নিয়ে, থেকে যাচ্ছি বেঁকে যাচ্ছি
খুব অভাবের পাশে,
‘সমস্ত দিনের শেষে’ জী হ্যাঁ, শাহবাগ ঘুরেফিরে আসে!
আরও আসে রাশি রাশি ভাব!
ভাব আসে আমাদের গুপ্ত ঠিকানায়...
যা অবশ্য ভাবতেই ভালো লাগে
গুপ্তগৃহে লুপ্তপ্রায়
বংশকারিগর-
আমাদেরই পরিবেদনায়;
ভীষণ অভাবেও আমরা
সন্ধ্যাতারা... তুলোবীজ
কবিতা বানাই...
No comments:
Post a Comment