আমার মুঠোয় শুধু গান
আমি ছড়িয়ে দিতে পারি!
মাথার উপর তুমুল আকাশ;
আকাশটা সরকারি...
আমার মুঠোয় শুধু ধান
আমি ছড়িয়ে দিতে পারি!
ঝরাপাতায় পত্র লিখে
বনে ব্রহ্মচারী
আমার মুঠোয় শুধু প্রাণ
আমি ছড়িয়ে দিতে পারি!
যা জিতেছি দীর্ঘজীবন
একমুহূর্তে হারি...
আমার মুঠোয় শুধু বাণ
আমি ছড়িয়ে দিতে পারি!
একমুঠো মেঘ ধরতে যাবো?
মেঘ নয় ওটা, শাড়ি...
মাথার উপর তুমুল আকাশ
আকাশটা সরকারি
ধুলো আমি ছড়িয়ে যেতে পারি
ধুলো আমি জড়িয়ে যেতে পারি...
আমি ছড়িয়ে দিতে পারি!
মাথার উপর তুমুল আকাশ;
আকাশটা সরকারি...
আমার মুঠোয় শুধু ধান
আমি ছড়িয়ে দিতে পারি!
ঝরাপাতায় পত্র লিখে
বনে ব্রহ্মচারী
আমার মুঠোয় শুধু প্রাণ
আমি ছড়িয়ে দিতে পারি!
যা জিতেছি দীর্ঘজীবন
একমুহূর্তে হারি...
আমার মুঠোয় শুধু বাণ
আমি ছড়িয়ে দিতে পারি!
একমুঠো মেঘ ধরতে যাবো?
মেঘ নয় ওটা, শাড়ি...
মাথার উপর তুমুল আকাশ
আকাশটা সরকারি
ধুলো আমি ছড়িয়ে যেতে পারি
ধুলো আমি জড়িয়ে যেতে পারি...
No comments:
Post a Comment