Monday, September 7, 2009

বন্ধুর মেয়ে, কাঠের ঘোড়া

আমার বন্ধুর মেয়ে, আমাকে ডাকল ‘বাবা’
                কেন?
আমার কাঠের ঘোড়া ফিরে এলো কান্ত হয়ে
                কেন?

বন্ধুর মেয়েকে কিন্তু চকলেট কিনে দেইনি!
কিংবা আমার ঘোড়াকেও আমি বলিনি-
            যাও, প্রান্তর কাঁপিয়ে এসো...

আমার চোখের নিচে এত অন্ধকার বন?
সমস্ত আলোই আজ হয়েছে হরণ-
            কিন্তু কেন?

আমার দূরের গল্প, ধুধু হয়ে আসে, কেন?
এখন নদীও কিনা-চড়া ভালোবাসে? কিন্তু কেন?

জাগ্রত প্রশ্নের পর, এ অঞ্চলে থাকা যায় বলো?
যা কিছু গোপন, নিয়ে মন, ও মন
        অন্য দেশে চলো

কেন না বন্ধুর মেয়ে, তার বাবা আমি নই
            তাই না?
আমার কাঠের ঘোড়া, প্রকাশ্যত প্রান্তরে যায় না...

No comments:

Post a Comment