Thursday, September 10, 2009

ছুরিকাবেলার গান

সামান্য এক বীজপত্র, মাটিতে পুঁতে দেবার পর- এই চারাগাছ, একদিন গাছ হয়ে ওঠে! আজ স্পষ্ট মনে পড়ছে, বহুপ্রকারের পাখির সঙ্গেই সন্ত্রাস ঘটানো হয়েছে। ফলে তারা গৃহহীন হলো... যখন, গাছকে হত্যার পর, সেই গাছ মৃতান্তরে কাট হয়ে যায়। সেই কাঠই বহুভাবে পুড়ে পুড়ে কয়লা... কয়লারও খেসারত আছে; তাকে ভস্ম করার স্বার্থে দ্বিতীয়বার পোড়ানো হয়। দেখতে পাই, বিলুপ্তপ্রায় কামারশালার আগুনে গলানো হয়ে থাকে লৌহজ-ধাতব; গলতে গলতে, একচিলতে ধাতবের হাসি হয়ে আমাদের সহিংস ছরিজন্ম হয়, বিশেষ্যে ছুরিকা! ইতিমধ্যে অজস্র ভদ্রতা ছিনতাই, পথেঘাটে অসংখ্য মৃত্যুর সঙ্গে আমাদের নাম জড়িয়ে গেলে, অহেতুক মনে পড়ে সেই বীজপত্র... সেই চারাগাছ... কামারশালার আগুন! আগুনে ধাতব-জন্ম! আহা, ডাহা ছুরিকাবেলায়, আমি বলে যাই- সঠিক ব্যবহার হল না বলে, আমরা এত রক্ত ভালোবেসে,  লোমহর্ষক খবর হয়ে উঠি

No comments:

Post a Comment