সব কিন্তু আমি নই! সবাই
থাকছে সবার মতন, একা
একটি মোরগ- কে এল তাই জবাই
হলে, ছুরি ব্যবহার শেখা...
বসন্ত আগে, একবারই
আমি এক ফুল হতে গিয়ে
ধরা পড়ে যাই! আজও তারই
পাপ, চলি কুড়িয়ে কুড়িয়ে...
পথ কিন্তু পান্থ নয়! যারাই
জেনেছে তার বেড়েছে ক্ষত!
যখনই স্তব্ধ ভেঙে, দাঁড়াই
দেখি: তীর শত শত
কখনও কখনও নীল, নীল নয়
বহুধাবিলীনের ছবি,
কাকগোত্রে কবে পেয়েছি প্রশ্রয়
আমি কাকস্য কা... কা কবি
থাকছে সবার মতন, একা
একটি মোরগ- কে এল তাই জবাই
হলে, ছুরি ব্যবহার শেখা...
বসন্ত আগে, একবারই
আমি এক ফুল হতে গিয়ে
ধরা পড়ে যাই! আজও তারই
পাপ, চলি কুড়িয়ে কুড়িয়ে...
পথ কিন্তু পান্থ নয়! যারাই
জেনেছে তার বেড়েছে ক্ষত!
যখনই স্তব্ধ ভেঙে, দাঁড়াই
দেখি: তীর শত শত
কখনও কখনও নীল, নীল নয়
বহুধাবিলীনের ছবি,
কাকগোত্রে কবে পেয়েছি প্রশ্রয়
আমি কাকস্য কা... কা কবি
No comments:
Post a Comment