Monday, September 14, 2009

সম্পর্ক সম্পর্কে

সম্পর্ক নির্ণয়ে এসে, যদি বল
        তুমি কেউ নও

যেন তুমি দীর্ঘ এক ফাঁকা মাঠে কখনও হাঁটনি?
তুলোতে রক্তের রহস্য নিয়ে, যেন তুমি কিছুই ভাবনি?

কোনও কোনও রাতে খুব রীতিভঙ্গ ঘটে!
            আর আমার
                ঘুমই হয় না...

শেষমেষ দেখেছি, সম্পর্ক একদিন
    বিশেষণ থেকে সরে এসে
        বিশেষ্যে দাঁড়িয়ে যায়!
ফলে সে নিজেকে ভাঙে, ভেঙে দু’টুকরো হলে
একটুকরো তুমি নিয়ে যত লাভ কর,
অন্য টুকরো আমার তেমন কাজেই আসে না...

তবে একদিন, আমাদের সম্পর্ক নিয়ে পাখি এত হেসেছিল
একজন, মানে মুজিব মেহদী তো কবিতাই লিখে ফেলেছিল

সম্পর্কের ভাঙা টুকরো
        তুমি আমায় ঘুম পাড়িয়ে দেবে?

No comments:

Post a Comment