ক. কি করে যে লেখা হলো, ধুলো... তার জ্ঞান?
ধুলো জ্ঞানবান;
তা না হলে ব্যস্ত-বদলের এই সূত্র
কি করে সে জানে?
নিশ্চয় ধুলোকে কবি ধর্মগ্রন্থ মানে
খ. ধুলোর নিকুচি করি, ধুলো যত্রতত্র যাক উড়ে!
ভিতরে ভিতরে
আমারও তো সায় আছে, লাই পাচ্ছে ধুলো! ভবঘুরে...
গ. কেবল আমিই পারিনি!
মাঠে মাঠে আরও মাঠ...
কেউ সেই মাঠে গিয়ে মাঠ হতে পারে।
ও হাওয়া, সন্ন্যাস দাও এ ভব ধুলোর সংসারে...
ঘ. ধুলো থেকে ধুলো থেকে ধুলো থেকে ধুলো
কার ঘরে চাল নেই আছে শুধু চুলো...
প্রসঙ্গত বলা যায়
যার ঘরে ধান নেই, আছে শুধু কুলো...
ঙ. কি করে যে লেখা হলো, ধুলো এর নাম?
ধুলো ঘনশ্যাম...
তা না হলে এত প্রেম? গোপনে, গোপনে সে আসে!
আমাদের ধুলোমন, ধুলো ভালোবাসে...
ধুলো জ্ঞানবান;
তা না হলে ব্যস্ত-বদলের এই সূত্র
কি করে সে জানে?
নিশ্চয় ধুলোকে কবি ধর্মগ্রন্থ মানে
খ. ধুলোর নিকুচি করি, ধুলো যত্রতত্র যাক উড়ে!
ভিতরে ভিতরে
আমারও তো সায় আছে, লাই পাচ্ছে ধুলো! ভবঘুরে...
গ. কেবল আমিই পারিনি!
মাঠে মাঠে আরও মাঠ...
কেউ সেই মাঠে গিয়ে মাঠ হতে পারে।
ও হাওয়া, সন্ন্যাস দাও এ ভব ধুলোর সংসারে...
ঘ. ধুলো থেকে ধুলো থেকে ধুলো থেকে ধুলো
কার ঘরে চাল নেই আছে শুধু চুলো...
প্রসঙ্গত বলা যায়
যার ঘরে ধান নেই, আছে শুধু কুলো...
ঙ. কি করে যে লেখা হলো, ধুলো এর নাম?
ধুলো ঘনশ্যাম...
তা না হলে এত প্রেম? গোপনে, গোপনে সে আসে!
আমাদের ধুলোমন, ধুলো ভালোবাসে...
No comments:
Post a Comment