আমরা কিন্তু তারাই!
যারা কখনও তিতির নাকি বনহংস
প্রতর্কিত পাখিবংশ...
অতিরিক্ত উড়তে গিয়েই
মেঘের মধ্যে হারাই
যারা কখনও বাঁধের উপর বিকেল হয়ে দাঁড়াই!
লেখাপৃষ্ঠার পাশেই শুয়ে
মাইল মাইল ঘুমিয়ে পড়ি, যারাই-
একদিন তো আর পারি না... আর কাউকে পারাই
কতজন্ম... মৃত্যু লিখে
আমরা কিন্তু তারাই... যারা
এই জন্ম প্রাতিস্বিকে
রূপমাধুরী লিখতে গিয়েই
এক-এক দলে হারাই...
যখন আত্মখুনের মুগ্ধতোরণ
পাড়ায় পাড়ায় পাড়ায়
যারা কখনও তিতির নাকি বনহংস
প্রতর্কিত পাখিবংশ...
অতিরিক্ত উড়তে গিয়েই
মেঘের মধ্যে হারাই
যারা কখনও বাঁধের উপর বিকেল হয়ে দাঁড়াই!
লেখাপৃষ্ঠার পাশেই শুয়ে
মাইল মাইল ঘুমিয়ে পড়ি, যারাই-
একদিন তো আর পারি না... আর কাউকে পারাই
কতজন্ম... মৃত্যু লিখে
আমরা কিন্তু তারাই... যারা
এই জন্ম প্রাতিস্বিকে
রূপমাধুরী লিখতে গিয়েই
এক-এক দলে হারাই...
যখন আত্মখুনের মুগ্ধতোরণ
পাড়ায় পাড়ায় পাড়ায়
No comments:
Post a Comment