Thursday, September 10, 2009

উধাও খসড়া

কিছুমাত্র মাঠ পেলে
স্বৈরপ্রাণে সেখানেই
    বাক্য রেখে দিই...

বিস্তর উদ্বৃতি থেকে আজও উদ্ভুত
        হয় এমন এমন গল্প:
অন্তত মাঠেই অন্তত মাঠেরই রয়েছে
দূরদেশি হাওয়া, হু হু সম্ভাবনা

অথবা যাদের হারিয়েছি বিভিন্ন বিকেলে
তারা কিছু পঙক্তি ছাড়া কিছু নয়
        আজ;
              উড়ে আসে পালকের ভাষা
            আমি তাকে সমীপেষু করি...

আর ইচ্ছামতো বাক্য রেখে আসি
                মাঠে
যেখানে প্রপিতার প্রজ্ঞাপুঞ্জ,
ঢিলিমিলি রেখা হয়ে ফুটিফাটা
        ফুটিতেছে
আর উধাও প্রাণের খসড়া
            অভ্রে উড়িতেছে...

No comments:

Post a Comment