জাফর আহমদ রাশেদ প্রতিমেষু
পাত্রে জল রেখে তাতে দেখতে পাই মুখ
পাত্রটি উনুনে দাও, মুখের
ছায়াটি পড়ুক
বহুপাত্রে বিভাজিত
যত যত যত,
প্রতিকৃতি দেখেছি যা
এক-একদিনের ক্ষত...
এক-একদিনের যৌবনিকা এক-একদিকে যায়
পাত্রে জল রেখে তাতে
পষ্ট দেখতে পাই?
এই পাত্রের পাড়াপড়শি
ভাঙা আরশি আলো,
উনুনে মুখ পুড়ছে, তাতে
হঠাৎ যে চমকালো!-
তার মুখে ফুল, ধূপচন্দন... এস্রাজে ভৈরবি
ধীরক্রমে রুগণকুসুম
পাপবিদ্ধ কবি?
মম, পাত্রে জল, জলাঙ্গিতে
একটুখানি পরেই
অগ্নিভষ্ম অঙ্গারীয়
কবিতাধীন ঘরে-
বুঁদ হওয়া তার লাল চক্ষু লাল যৌবনিকা!
উড়ে যাচ্ছে ঝরাপাতা, বনে বনে
সহস্র পাঠিকা...
পাত্রে জল রেখে তাতে দেখতে পাই মুখ
পাত্রটি উনুনে দাও, মুখের
ছায়াটি পড়ুক
বহুপাত্রে বিভাজিত
যত যত যত,
প্রতিকৃতি দেখেছি যা
এক-একদিনের ক্ষত...
এক-একদিনের যৌবনিকা এক-একদিকে যায়
পাত্রে জল রেখে তাতে
পষ্ট দেখতে পাই?
এই পাত্রের পাড়াপড়শি
ভাঙা আরশি আলো,
উনুনে মুখ পুড়ছে, তাতে
হঠাৎ যে চমকালো!-
তার মুখে ফুল, ধূপচন্দন... এস্রাজে ভৈরবি
ধীরক্রমে রুগণকুসুম
পাপবিদ্ধ কবি?
মম, পাত্রে জল, জলাঙ্গিতে
একটুখানি পরেই
অগ্নিভষ্ম অঙ্গারীয়
কবিতাধীন ঘরে-
বুঁদ হওয়া তার লাল চক্ষু লাল যৌবনিকা!
উড়ে যাচ্ছে ঝরাপাতা, বনে বনে
সহস্র পাঠিকা...
No comments:
Post a Comment