মৃগাঙ্ক সিংহ, আমার দুর্লভ বন্ধু
এ তো কান্না ছাড়া কিছু নয়!
দূরে ও সুদূরে ছিল
আবহমানের ঘুঙুর...
তবে, নৌকা হারিয়ে
এই
নদীতীরে বসে থাকা,
এরই মধ্যে রৌদ্র এসে
আদালত বসিয়েছে!
যেহেতু রাত্রির ছিল
গুপ্ত, নিদ্রাপাঠে
বহুলাংশে বিভক্ত শিবিরে...
এরই মধ্যে মাধুরীকল্যাণ এসেছিল, নাচতে নাচতে
ঝালর বাতির নিচে;
এরই মধ্যে সারামাঠ
মায়াসন্ন্যাসীর
মঠ বানিয়েও আবার মিলিয়ে হাওয়া...
এরই মধ্যে শল্যধর্ম
শাঁখে ঢাকে
গানে গানে
শোনা ধ্বনিত-পৃষ্ঠায় লিখে রেখে গ্যাছে
মৃত মুহূর্তের শিলালিপি...
আজ সেই গান করি
যদি বা কণ্ঠে সাধন-
এত কান্না প্রকাশিত হয়?
যেহেতু ব্যথার প্রসঙ্গ নিয়ে
রয়ে গেছি প্রাপণরহিত দিনে...
আলোপতি, এই যে আমার অভিব্যক্তি আজও
এ তো কান্না ছাড়া কিছু নয়!
দূরে ও সুদূরে ছিল
আবহমানের ঘুঙুর...
তবে, নৌকা হারিয়ে
এই
নদীতীরে বসে থাকা,
এরই মধ্যে রৌদ্র এসে
আদালত বসিয়েছে!
যেহেতু রাত্রির ছিল
গুপ্ত, নিদ্রাপাঠে
বহুলাংশে বিভক্ত শিবিরে...
এরই মধ্যে মাধুরীকল্যাণ এসেছিল, নাচতে নাচতে
ঝালর বাতির নিচে;
এরই মধ্যে সারামাঠ
মায়াসন্ন্যাসীর
মঠ বানিয়েও আবার মিলিয়ে হাওয়া...
এরই মধ্যে শল্যধর্ম
শাঁখে ঢাকে
গানে গানে
শোনা ধ্বনিত-পৃষ্ঠায় লিখে রেখে গ্যাছে
মৃত মুহূর্তের শিলালিপি...
আজ সেই গান করি
যদি বা কণ্ঠে সাধন-
এত কান্না প্রকাশিত হয়?
যেহেতু ব্যথার প্রসঙ্গ নিয়ে
রয়ে গেছি প্রাপণরহিত দিনে...
আলোপতি, এই যে আমার অভিব্যক্তি আজও
No comments:
Post a Comment