Thursday, September 10, 2009

এইম ইন লাইফ

সমুদ্রের সব কীর্তি, তুমি তো জান না!

তাহলে কি জান-
বহু নীল শার্ট থেকে রেলিঙে টাঙানো?
যে কোনও সমুদ্রের তীরে!
    তুমি সূর্যাস্তের গল্প দেখে, ফের
        এসো কিন্তু ফিরে

অতন্দ্রের সব অর্থী- তুমি তো জান না...

কিছুটা কি জান-
যত ঢেউ জন্ম নিয়ে, ঢেউয়েই হারানো
    আমাদের কথামৃত ধ্বনি;
জল-স্বরে সব গান
    তুমিও শোননি!

কোনদিকে চলে গেছে কোন পন্থ, প্রেম!
কোন বনে ঝরে গেছে কুসুমিত ঘুম, আহা
            পেশা প্রবলেম?

পুত্র যদি পিতা ধীরে, কন্যা যথাযথ
তুমিও তোমার মতো!
        ও হ্যাঁ-
শোন আমি বালুচর হবো
    যে কোনও সমুদ্রের তীরে!

No comments:

Post a Comment