Friday, September 11, 2009

সংক্রমনযোগ্য

উলুখড় এড়াতে পার না তুমি
        প্রজাপতি দেশলাই...

গন্ধর্বের যেটুকু গরিমা
    গৃহে গৃহে ফেরে গোপন বাসনা
কথা তো কেবলই ধ্বনি!

কবি বললেন- ঝিনুকের মতো যোনি

না হয় বৃরে পাতা ঝরে গেছে
নদীও হয়তো স্তন-শুকানো বুড়ি

তবু, আকাশে উড়ছে পরম্পরা
        উচ্চ মাধ্যমিক চাঁদ;
পুড়তে পুড়তে পেতে চাই আহাদ...

তাছাড়া আঙুলে সিগ্রেট আছে
উলুখড়ে শুয়ে রয়েছি কাছেই
    অতএব তুমি এড়াতে পার না
        আগুনের বাণী
        প্রজাপতি দেশলাই...

No comments:

Post a Comment