Monday, September 14, 2009

আমাদের প্রতিবেশী ধুধুসম্প্রদায়

আমাদের প্রতিবেশী ধুধুসম্প্রদায়
ওদের বাড়িতে বিয়ে! কে কে যাবি আয়...

কি হলো কাঁদছ কেন? -ধুধুদের মেয়ে!
আমরা অতিথিমাত্র, সবে বনসাই-

ফলে, ঘর ছেড়ে একদিন, বাইরে... দূরে
তোমাকে দেখতে যাব, মাঠতক জুড়ে
তুমি কিভাবে সংসার কর, কিভাবে
দৃশ্যাতীত হও, ডানা ঝাপটাও ঘুরে;

সে মৃদু রহস্যরীতি, কেউ কেউ জানে
ধুধুদের জন্ম হয় গৃহত্যাগী গানে!
আমরা সামান্যশ্রোতা, তাতেই ভাবুক
মাঠের শিয়রে যাই- মর্ম সম্প্রদানে

ফলে, ধুধুবউ আজ- পরস্ত্রী-কবিতা
তুমি... লুব্ধ! তুমি সেই শাস্ত্রহীন চিতা;
এ পাড়ায় পুড়িয়েছ সবুজের বন-
যে কারণে পাঠ্য হলো রাধা-সংহিতা?

হোক না, তাতে কি, আমি বেশ যাই
ওইখানে... প্রতিবেশী ধুধুসম্প্রদায়

No comments:

Post a Comment