Monday, September 7, 2009

বৈধ কিনা!

অসামান্য এক নদীর ব্যবহার আছে; এরকম এক গল্পে
আজ ভোরেই আমি ঢুকে পড়েছি

অতএব এ যাত্রায় নৌকা ছাড়া কিছুই ভাবছি না...

বরঙ ভাবছি:
    নদীর ওপারে যে ধেই ধেই গ্রাম
ওই গ্রামে
    তিনবার বিয়ে ভেঙে যাওয়া মেয়েটিকে
        আমৌন প্রশ্রয় দিয়ে
            যদি বলি,
            শোন:
সেই নদী-ব্যবহৃত গল্পের লেখক কিন্তু কৃতদার?

No comments:

Post a Comment