মা গো, আমি মর্মাহত! এই নদীজন্ম দ্ব্যর্থ যদি
তীরে!
এপারে আমার গৃহ, গান! ওপারেও পড়ে থাকি
ছিঁড়ে...
* * * * *
তবে, সেতুটা ধারণামাত্র! ভাবো
জলও যদি বিভাজন জানে,
দাম্পত্যের রইল কি মানে?
ওপারের চরে মৃত তারা মাছ;
আমি কিছু
গৃহ, গান পাব?
তীরে!
এপারে আমার গৃহ, গান! ওপারেও পড়ে থাকি
ছিঁড়ে...
* * * * *
তবে, সেতুটা ধারণামাত্র! ভাবো
জলও যদি বিভাজন জানে,
দাম্পত্যের রইল কি মানে?
ওপারের চরে মৃত তারা মাছ;
আমি কিছু
গৃহ, গান পাব?
No comments:
Post a Comment