রচিত বালুর চর
তার অনুকূলে
জোছনায়
মিথ্যে রাত্রির ডানা
উড্ডিন শেখালে যদি
নির্বিকল্প-পাখি বলে ডাক দিও মোরে!
আমি রহস্যমন্ত্রীর পুত্র
নিদ্রা বিভঙ্গের কালে
কিছু মুদ্রা ফেলে যাব
তোমার আঁচলে...
বালুচরে, জোছনায় মিথ্যে ডানা ও পাখি
আরও যা যা চিত্রকল্পভাষা
সবই লেখা থাকে
অলিখিত!
কেবল আমিই পড়ি-
পড়তে তো পারি বনমর্মে...
বহু দণ্ড কাঁধে নিয়ে শেষে
সেই লেখা
মনে রেখে
আবার কাগজে লিখি
আর কাগজে ছাপাই;
ফলে, মেনে নিই কবিত্বের অনুপ্রবেশ...
ফলে, এই ঘরবাড়ি ভেসে গিয়ে
জেগে ওঠে নদীময়
নিশিলক্ষা তীরে...
তীরস্থ চরের বালু
জোছনায়
রচিত মিথ্যে রাত্রির ডানা ও ঘুম
কখনও পড়েছি! কিন্তু আজ লিখিবার মৌসুম...
কেননা আমারই শরীর থেকে ফুটিছে প্রসূণ
তার অনুকূলে
জোছনায়
মিথ্যে রাত্রির ডানা
উড্ডিন শেখালে যদি
নির্বিকল্প-পাখি বলে ডাক দিও মোরে!
আমি রহস্যমন্ত্রীর পুত্র
নিদ্রা বিভঙ্গের কালে
কিছু মুদ্রা ফেলে যাব
তোমার আঁচলে...
বালুচরে, জোছনায় মিথ্যে ডানা ও পাখি
আরও যা যা চিত্রকল্পভাষা
সবই লেখা থাকে
অলিখিত!
কেবল আমিই পড়ি-
পড়তে তো পারি বনমর্মে...
বহু দণ্ড কাঁধে নিয়ে শেষে
সেই লেখা
মনে রেখে
আবার কাগজে লিখি
আর কাগজে ছাপাই;
ফলে, মেনে নিই কবিত্বের অনুপ্রবেশ...
ফলে, এই ঘরবাড়ি ভেসে গিয়ে
জেগে ওঠে নদীময়
নিশিলক্ষা তীরে...
তীরস্থ চরের বালু
জোছনায়
রচিত মিথ্যে রাত্রির ডানা ও ঘুম
কখনও পড়েছি! কিন্তু আজ লিখিবার মৌসুম...
কেননা আমারই শরীর থেকে ফুটিছে প্রসূণ
No comments:
Post a Comment